মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

এক বছরের জন্য নিষিদ্ধ আয়াক্স গোলরক্ষক

নিউজ ডেস্ক :: ডোপিং প্রমাণিত হওয়ায় আগামী এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আয়াক্সের ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানা। ডাচ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ভুলবশত: স্ত্রীর একটি ঔষুধ সেবনের ফলে ওনানার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে। আইনানুযায়ী এই ঔষুধটি ফুটবলারদের জন্য নিষিদ্ধ।

আয়াক্স অবশ্য জানিয়েছে, শাস্তির মেয়াদ কমানোর ব্যপারে তারা আশাবাদী। কারণ সেবনকৃত ঔষুধটি মোটেই কোন খেলোয়াড়ের পারফরমেন্স বাড়ানোর জন্য সহায়ক নয়।

বিবৃতিতে আরো জানানো হয়, ‘গত বছরের ৩০ অক্টোবর সকালে ওনানা কিছুটা অসুস্থ বোধ করছিলেন। অস্বস্তি কাটানোর জন্য তিনি ওই ঔষুধ সেবন করেন। কিন্তু সেটি তার স্ত্রীর ঔষুধ ছিল এবং তিনি সেটা না জেনেই সেবন করেছেন। কিন্তু পরবর্তীতে উয়েফা তার বিপক্ষে অভিযোগ এনে তদন্তের নির্দেশ দেয়।’

পুরো বিষয়টি নিয়ে ওনানা কোন ধরণের প্রতারণা করেননি বলেও উয়েফা জানিয়েছে।

ক্যামেরুনের হয়ে ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার ওনানার বিষয়টি নিয়ে স্পোর্টসের সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশনে আয়াক্স আপীলের সিদ্ধান্ত নিয়েছে। আয়াক্সের ব্যবস্থাপনা পরিচালক এডুইন ফন ডার সার জানিয়েছে নিষেধাজ্ঞার সময়সীমা কমার ব্যপারে তারা যথেষ্ঠ আশাবাদী।
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: