মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি

এ বছরই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক :: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অক্টোবরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে তারা। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। এই সংক্ষিপ্ত সফরের কথা জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।

এ বছর ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।

তবে অস্ট্রেলিয়ার বাতিল হওয়া টেস্ট সিরিজের বিষয়ে নেই কোনো ইতিবাচক খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু গত এপ্রিলের ওই সফর স্থগিত করা হয় করোনাভাইরাস মহামারির কারণে।

আগামী এপ্রিল পর্যন্ত সময় রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজগুলো মাঠে গড়ানোর। কিন্তু এ সময়ের মধ্যে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলেরই ব্যস্ততা রয়েছে। যদিও এর মাঝে কোনো টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার।

অবশ্য চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে খেলা শুরুর মাঝে রয়েছে ৩৩ দিনের বিরতি। এ সময়ে খেলা নেই অস্ট্রেলিয়ারও। কিন্তু দুই দেশের বোর্ড সিদ্ধান্ত নিলে এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হতে পারে।
এএইচ/ এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: