শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

কবিতার ভাষা

আজমাইন ফায়েক আবির

নিরবধি কাল পেরিয়ে আমি একটি কবিতা আঁকবার কারণ খুঁজে পাই

যে কারণ সম্পূর্ণ নিষ্কলুষ; এতটাই
যতটা তোমায় কেন্দ্র করে আমার প্রেম
সেই কবিতায় লিপিবদ্ধ থাকে তোমাকে ঘিরে আমার-

যন্ত্রণা, ক্ষোভ, আর না পাওয়ার রোষাবেশ যত

তুমি নিষ্পলক নির্বাক তাকিয়ে থাকো,
নচেত তুমি সেই কবিতার বাগিবধি বুঝতে পারো না

আমার কবিতারা কিছু বলতে চায়
তবে তারা ব্যর্থ;

আমায় এসে একে একে অভিযোগ পত্র লিখে যায়
তুমি নাকি তাদের ভাষা পড়তে জানো না
তোমারও প্রাণ ব্যাকুল হয়ে পড়ে-জন্ম নেয় তৃষ্ণা,
কবিতার ভাষা না পড়তে পারবার আক্ষেপ!
তোমায় ভীষণ মর্মাহত করে,
বিন্দু-বিন্দু ঘাম জমে ওঠে ভ্র-লেখায়
তবুও তুমি চাও তোমায় কেউ বুঝুক
তবে, তুমি কী আমার চোখ জোড়াও পড়তে জানো না?
কোনো এক দিবসে অথবা সন্ধ্যালগ্নে-

তোমার সম্মুখে বসে আমি লিখা কবিতাগুলো পাঠ করে শোনাবো

তুমি শুধু নিহারা করো আমার চোখের দিকে
ধৈর্য কুলাবে তো গো তোমার?

আমার বাদামি বর্ণের কনীনিক কৃষ্ণছায়া গহরে

তোমার দৃষ্টি বিদ্ধ থাকবে

সেই চোখের গভীরে দূর কোনো আলোকপাতে
হঠাৎ যখন তোমার বিভ্রম ভাঙবে
আমি তখন প্রশ্ন করবো-
কবিত্র চোখ জোড়া দেখেছো কভু?
আমার চোখই তো কবিতা বলে

 

শিক্ষার্থী, দর্শন বিভাগ
সরকারি তিতুমীর কলেজ
মহাখালী, ঢাকা


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: