বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার ৬১০ জনকে খাদ্য সহায়তা দিলেন- জেলা প্রশাসন

সিরাজগঞ্জ প্রতিনিধি :: গতকাল সিরাজগঞ্জে জেলার করোনায় ক্ষতি গ্রস্থ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে খাদ্যের সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি ও পেশার ৬১০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ।

এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুর্ষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরো পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি আরাও বলেন, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে এবং মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান ও ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত পরিস্কার করতে হবে। তিনি সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, যমুনা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ ব্র্যাঞ্চ এর এভিপি এন্ড ম্যানেজার মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: