বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় মানুষগুলো।এতে তাদের সামনে ঈদের আনন্দ হ্রাস পাচ্ছে। পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন পার করছে দরিদ্র মানুষগুলো।
এই কঠিন মূহুর্তে মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপির পক্ষ থেকে ১৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার চিনি, সেমাই কেনার জন্য ” নগদ ৫০০ টাকা উপহার পৌঁছে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মো: ফারুক হোসেন।
জানা গেছে, মো: ফারুক হোসেন নিজ অর্থায়নে তার নিজ গ্রাম শিবালয় উপজেলার ১৫০ টি দরিদ্র পরিবারের মাঝে এই উপহার পৌঁছে দিয়েছেন।
এই যুবলীগ নেতা বলেন, মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য আমার নেতা আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ভাইয়ের দিক নির্দেশনায় আমার এই ক্ষুদ্র আয়োজন। এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান এই যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন।