শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

রাণীশংকৈল পৌরসভায় মশক নিধন কার্যক্রমের শুরু

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে শহরের পৌর কার্যালয় সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ।

এসময় থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,পৌরসভার উপ সহকারি প্রকৌশলী জাবেদ আলী, কাউন্সিলর রুহুল আমিন, মতিউর রহমান মতি, ইসাহাস আলী, আবু তালেবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

এ সময় ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এছাড়া বাড়ির আঙ্গিনা ও ড্রেন পরিস্কার করেন পৌর কর্মচারীরা।

মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হবে। পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পৌরশহরের বিভিন্ন হাসপাতাল, থানা, উপজেলা পরিষদসহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে এ কার্যক্রম চলবে।

পাশপাশি ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। প্রসঙ্গত: সেইসাথে পৌর কার্যালয়ে একটি ডিজিটাল হেল্প সন্টারের উদ্বোধন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: