শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

অধ্যক্ষ মিন্টু হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি :: ঢাকার সভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।

বুধবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে টংভাঙ্গা ইউনিয়নবাসী ও হাতীবান্ধা রক্তদান সংস্থা এর যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে হত্যার ঘটনায় গ্রেফতার কৃত আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।

এ সময় আসামি মোতালেব, রবিউল এবং রবিউলের ভাগ্না বাদশা মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, হাতীবান্ধা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন,হাতীবান্ধা রক্তদান সংস্থা’র নেতাকর্মী প্রমুখ।

প্রসঙ্গত, সাভারে নিখোঁজের ২৭ দিন পর সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার (৯ আগস্ট) দুপুরে ওই কলেজ প্রাঙ্গণ থেকে মাটি খুড়ে নিহতের মরদেহের খণ্ডিত পাঁচটি টুকরা উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে (র‌্যাব) । গ্রেপ্তারকৃতরা হলেন, সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোতালেব, রবিউল এবং রবিউলের ভাগিনা বাদশা মিয়া।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: