শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যথাযোগ্য মর্যাদায় মেট্রোপলিটন বাসন থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৫ই আগস্ট) দুপুরে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম এ শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. আজমত উল্লাহ্ খান।

মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর আব্দুল বারী, রিয়াজ মাহমুদ আয়নাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, মহানগর যুবলীগের আহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার, মহানগর শ্রমিকলীগের আহব্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আসকর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সাইফুল ইসলাম মোল্লা, মফিজ উদ্দিন, সিদ্দিকুর রহমান, রহিজ উদ্দিন প্রমুখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: