মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
আপনার অনলাইন ট্রানজ্যাকশনে আরও সুবিধা দিতে এল PhonePe-র নতুন ফিচার। ডিজিটালাইজেশনের যুগে আপনিই বা পিছিয়ে থাকবেন কেন? শপিং থেকে ফোনের রির্চাজ কিংবা ইলেকট্রিক বিল পেমেন্ট সবটাই এখন হচ্ছে ‘PhonePe’-তে। আর এই অনলাইন পেমেন্টকে একধাপ এগিয়ে দিতে নতুন চ্যাট ফিচার আনল এই অ্যাপ।
এই ফিচারে যেটা বাড়তি সুবিধা পাওয়া যাবে তা হল অ্যাপ ব্যবহারকারীরা পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। পাশাপাশি পেমেন্ট রিসিপ্ট কনর্ফাম করতে পারবেন অন্য কোনও ম্যাসেজিং অ্যাপের সাহায্য ছাড়াই। ‘PhonePe’-এর মাধ্যমে টাকা পাঠানোর বিষয়টি আরও সহজ হয়ে উঠেছে এর মাধ্যমে।
খন কথা বলতে বলতেই পারবেন টাকা ট্রানসফার করতে। এ ছাড়াও ফোন স্ক্রিনে দেখা যাবে ‘ট্রানজ্যাকশন হিস্ট্রি’। এমনটাই জানাচ্ছেন ‘PhonePe’-এর কোফাউন্ডার রাহুল ছাড়ি। এর সঙ্গে ব্যবহারকারীরা তাঁদের ট্রানজ্যাকশন ট্র্যাক করতে পারবেন। সঙ্গে তিনি আরও যোগ করেন, আগামী সপ্তাহে PhonePe’-এর চ্যাট ফিচারের আরও নতুনত্ব আসবে, এতে থাকবে গ্রুপ চ্যাটের মতো সুবিধাও। এই ফিচারটি এক সপ্তাহ আগে Android ও ios ডিভাইসে লঞ্চ হয়েছে।