বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

বন্দীদশার পরে : রাজীব দেব নাথ

আবার হাসবে দেশ, উৎসবের আমেজে
রমনার বটতলা, বই মেলার উচ্ছল প্রাঙ্গনে।
হাসব তুমি আমি, হাসব সবে মিলে
বিভেদ বিষাদ ভুলে ধুমধামে।

ডাকবে পাখি আবার,গাইবে বাউল পথিক
ভরবে খেলার মাঠ কোলাহলে।
বইবে সুশিল পবন, সূর্য দিবে কিরন
সাজবে শ্যামল বন, ফুলে ফুলে।

বইবে স্রোতধারা,রূপালী নদী বুকে
হাসবে কৃষানী সোনার ফসল তুলে।
রূপালী শশী আবার, মিষ্টি কিরন দিবে
বসবে জারির আসর, গাঁয়ের বাঁকে বাঁকে।

মাঝি গাইবে গান, ভাটিআলির সুর ধরে
গারোয়ান দেবে টান, ভাওইয়ার সুরে সুরে।
মানুষ নামবে আবার, জিবিকার সন্ধানে
ফুটবে ফুল আবার, ঋতুরাজের আগমনে।

আবার হাসব মোরা, দলবেধে প্রান খুলে
মহামারি চলে গেলে, লকডাউন শেষ হলে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: