শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

আগুন জ্বলছে নিত্যপণ্যের বাজারে, দেখার কেউ নেই : বাসদ

প্রেস বিজ্ঞপ্তি : গত ৮ অক্টোবর ২০২১ শুক্রবার বিকাল ৪ টায় সেগুনবাগিচাস্থ আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে বাসদ ঢাকা মহানগর কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়। মহানগর আহ্বায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, মহানগর নেতা আনোয়ার হোসেন মিলন, ছাত্রকেন্দ্রের নেতা দিপক রায় প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, করোনা কারণে কর্মহীন দেশের অগণিত মানুষ। ভেঙে গেছে অনেক পরিবারের অর্থনৈতিক মেরুদন্ড। সরকারি চাকরিজীবী ছাড়া অধিকাংশ নিম্ন আয়ের পরিবারের এখন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। এ পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম।

আকাশচুম্বী সবজির বাজার। চাল, ডাল, ডিম, মাছ, মাংস থেকে শুরু করে গুঁড়া দুধ- অধিকাংশ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচ ও পিঁয়াজের দাম কমছেই না। করোনার কারণে একদিকে আয়ে ভাটা, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।

বাজারভেদে বিভিন্ন পণ্যের দাম কেজিপ্রতি বেড়ে গেছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্তু।
এই পরিস্থিতিতে দেশের মানুষ দিশেহারা অবস্থায় দিনযাপন করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আশার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে দেশবাসী কে এই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্ত হওয়ার আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: