শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ও বিশ খাদ্য দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বরো করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এতে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহানা আফরোজ শেষে আনুষ্ঠানিকভাবে ইঁদুর মারা কলাকৌশল প্রদর্শন করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একই দিন ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় বিশ্ব খাদ্য বিদস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: