শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসব ও কুইজ প্রতিযোগীতা।

কালিয়াকৈর প্রতিনিধি :: গতকাল ১৮ অক্টোবর ২০২১, সোমবার। গাজীপুর জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চলচ্চিত্র উৎসব। জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত উক্ত উৎসবের নামকরন করা।

শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০২১। কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি ছিলেন আলহাজ ইয়ার উদ্দিন কেজি স্কুলের প্রিন্সিপাল বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিয়াকৈর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ।

প্রেরণা বক্তব্য রাখেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিষ্ট মোমিন মেহদী। আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ মোকছেদুল আলম লিটন, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটোগ্রাফার কামরুজ্জান, গাজীপুর ফিল্ম সেসাাইটির সদস্য আশেক মোর্শেদ সুজন, শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিপুল রায়হান, চলচ্চিত্র নির্মাতা কাশেম শিকদার, চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা। সভাপতিত্ব করেন অর্ধ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক আইয়ুব রানা। সঞ্চালনায়
ছিলেন উৎসব কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত ও সাংবাদিক-শিক্ষক আলাল
সরকার।

পুরো অনুষ্ঠান কয়েকটি পর্যায় অনুষ্ঠিত হয়। প্রথমে স্কুলের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। ২য় পর্যায় অতিথি ও আলোচকবৃন্দ বক্তব্য রাখেন। ৩য় পর্যায় কেক কেটে ও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে শেখ রাসেলের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর শুরু হয় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। এতে মোট ৮ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতড়ন করা হয়। কুইজ প্রতিযোগীতা ও শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসব আয়োজন করেন গাজীপুর ফিল্ম সোসাইটি ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুবাণী শিক্ষা সংস্কৃতি যুব একাডেমী।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: