শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার একান্ত সহকারী আসিফ সোহান। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে মির্জা আব্বাসকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে ভর্তি করে নেওয়া হয়। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে। বুধবার সকালে তার শারীরিক অবস্থা ‘ভালো’ রয়েছে বলে তিনি জানান।

সোহান বলেন,  ‘তিনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত ১৩ নভেম্বর থেকে একই হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তিনিও ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রীও ছিলেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলেন জানান একান্ত সচিব সোহান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: