শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

নওগাঁয় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্নজয়ন্ত উপলক্ষ্যে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্নজয়ন্তী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে জেলা তথ্য অফিস এই কর্মসূচীর আয়োজন করে।

মুজিববর্ষের থিম সং “ তৃমি বাংলার ধ্রæব তারা, তুমি হৃদয়ের বাতিঘর” এই গানের সাথে স্থানীয় নৃত্য রঙ একাডেমীর শিল্পীদের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। পরে জেলা তথ্য অফিসের শিল্পীরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের উপর একটি সংগীত পরিবশেন করেন।

নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার এবং জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুযেল। জেলা পর্যায়ের সরকারাী কর্মকর্তা, ইমাম মোয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ছাত্রছাত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: