শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

উৎসব মুখর পরিবেশে মাদারীপুরের ২ উপজেলায় ভোট গ্রহন শুরু

মাদারীপুর প্রতিনিধি :: চতুর্থ ধাপে উৎসব মুখর পরিবেশে মাদারীপুরের শিবচরের ৩ ইউনিয়ন ও রাজৈরের ৬ ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষে কেন্দ্রগুলোতে র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

নির্বাচনে রাজৈরে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৬১ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ১ শ ৬৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। এ ৬ ইউনিয়নে ৪৫ হাজার ৩ শ ১০ জন পুরুষ ও ৪২ হাজার ৩০ জন নারীসহ ৮৭ হাজার ৩ শ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৫৫ টি কেন্দ্রের ২ শ ৫৮ টি বুথে ভোট গ্রহন চলছে। অপরদিকে শিবচরে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৩৬ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৮৯ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। এ ৩ ইউনিয়নে ২৩ হাজার ২ শ ৭৯ জন পুরুষ ও ২১ হাজার ১শ ৫৯ জন নারীসহ ৪৪ হাজার ৪ শ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২৭ টি কেন্দ্রের ১ শ ৩৩ টি বুথে ভোট গ্রহন চলছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী দায়ীত্ব পালন করছে। কেউ বিশৃংখলা সৃষ্ঠির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: