শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত বান্দরবানের শীতার্ত’রা

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে প্রধানমন্ত্রী’র উপহার স্বরুপ শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে খুশি হয়েছে অভাবগ্রস্থ শীতার্ত জনগণ। রবিবার (২রা, জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবিরিজী’র সভাপতিত্বে বান্দরবান সদরস্থ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি(বিপিএম),, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সাবরিনা আফরিন মোস্তফা, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য কালে মন্ত্রী বলেন, মানবতার মা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ি জনপদে বসবাসকারী সকল জনগোষ্ঠীর জন্য আন্তরিক। তার আন্তরিকতায় এই জনপদের মানুষদের জীবন মান উন্নত হয়েছে।পার্বত্য বান্দরবানে বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যাহত ছিলো।দুস্থ,শীতার্ত মানুষের অসহায়ত্বের কথা মনে রেখে জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছেন।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জানান আজ প্রধানমন্ত্রী’র প্রদত্ত উপহার স্বরুপ ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এছাড়া প্রত্যেক পাড়া বা মহল্লায় অভাবগ্রস্থ শীতার্তদের খুজে তাদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর উপহার এ শীতবস্ত্র ক্রমান্বয়ে প্রত্যেক উপজেলায় বিতরণ করা হবে।যা ইতিমধ্যে প্রায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট পৌছে দেয়া হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: