শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

শ্রীপুরে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ

মোহাম্মদ আলী বাবুল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে পৈতৃক ও ক্রয়  সূত্রে পাওয়া জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী হাসান আলী। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকার মৃত মীর হোসেনের ছেলে।
তিনি বাদী হয়ে (১২ আগষ্ট) শ্রীপুর মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার ইছান আলী,মো রহমত আলী, ছলিম উদ্দিন, আব্দুল করিম, নূর ইসলাম, ফজলুল হক, নাঈম, আতিকুল ইসলাম রাজিব সহ অচেনা কয়েকজন।
হাসান আলী জানান, গত প্রায় ৩৩ বছর যাবৎ ১৬৪ শতাংশ জমি পৈতৃক সূত্রে ও ক্রয় সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফসলাদি করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছি। কিছুদিন যাবত অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে গাজীপুর আদালতে দেওয়ানি (মামলা -৩৪৪/২২) দায়ের করা আছে। সম্প্রতি অভিযুক্তরা জমি দখলে নিতে বেপরোয়া হয়ে ওঠে।
তারই ধারাবাহিকতায় গত ৯ই আগস্ট দা,লাঠি দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়, এবং জমি চাষের ট্রাক্টর এর মালামাল নিয়ে যায়। তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ‌
স্থানীয় ৮ নং ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ইতিপূর্বে এবিষয়ে বৈঠক করে দেখা গেছে রহমত আলী গং প্রকৃতপক্ষে জমির মালিক না। স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিলেও তিনি তা মানেননি।অভিযুক্ত রহমত আলী জমি সংক্রান্ত বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি‌‌।শ্রীপুর থানার উপপরিদর্শক  এসআই হামিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: