শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

শিবালয়ের যমুুনা নদীতে কোরবানীর পশুবাহী ট্রলার ডুবি

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের অদুরে যমুনা নদীতে কোরবানীর পশুবাহী ট্রলার ডুবিতে ব্যবসায়ীরা উদ্ধার হলেও ৩৬টি গরু নিখোঁজ রয়েছে।

২৪ জুলাই ২০২০ ইং সকাল ৯ ঘটিকার দিকে আরিচার যমুনায় অতিরিক্ত বোঝাই গরু থাকায় তীব্র স্রোত এবং ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয়রা ৪/৫টি ট্রলার নিয়ে ঘটানাস্থলে পৌঁছে মাঝি-মাল্লা, খামারী এবং গরুর রাখালীদেরকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে আসে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

জানা গেছে, পাবনার নগরবাড়ী ঘাটের এনামূল ট্রান্সপোর্টের মাধ্যমে ৪০টি গরু বোঝাই ট্রলার আরিচা সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯ টার দিকে অতিরিক্ত পশুবাহী ট্রলারটি আরিচা ঘাটের অদুরে পৌঁছালে নদীতে তীব্র স্রোত, ঢেউ ও ঘূর্ণিপাতের কারণে মূহুর্তের মধ্যে তলিয়ে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার সাথে সাথে আরিচা ঘাট থেকে স্থানীয়রা পাড়ে থাকা অন্য ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রলারের গরুর রাখালী, ব্যবসায়ী ও খামারীদেরকে উদ্ধার করে।

ডুবে যাওয়া ট্রলারে থাকা ৪০টি গরুর মধ্যে ৪টি গরু উদ্ধার করা সম্ভব হয়। বাকী ৩৬টি পশু নিখোঁজ রয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: