শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

কবি আসাদ চৌধুরী মারা গেছেন

বুধবার দিবাগত রাত ৩টার দিকে টরেন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে তার মৃত্যু হয়।

কানাডার টরেন্টোর একটি হাসপাতালে কবি আসাদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে টরেন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে তার মৃত্যু হয়। আসাদ চৌধুরীর ছেলে জারিফ চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম কবিতার বই “তবক দেওয়া পান” দিয়ে খ্যাতি পান কবি আসাদ চৌধুরী। তার উল্লেখযোগ্য কবিতার বই হলো-

“বিত্ত নাই বেসাত নাই”, “প্রশ্ন নেই উত্তরে পাহাড়”, “জলের মধ্যে লেখাজোখা”, “যে পারে পারুক”, “নদীও বিবস্ত্র হয়”, “কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি” প্রভৃতি। এছাড়া গল্প-প্রবন্ধ শিশুসাহিত্যের অসংখ্য গ্রন্থের রচয়িতা তিনি।

১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে পান একুশে পদক। আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি।

আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার দুই ছেলে ও এক মেয়ে। তারা সবাই এখন অটোয়ায় আছেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: