রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার নির্দেশনা চেয়ে রিট

পরবর্তী উত্তরসূরি না-আসা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক জনস্বার্থে রিটটি করেছেন। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন, আমি আশঙ্কা করছি, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: