সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

৭৪ দিন পর খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটানা ৭৪ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় এই কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বুধবার (১০ জানুয়ারি) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

এর আগে, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন থেকেই নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির অন্যান্য কার্যালয় বন্ধ ছিল।

মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনার পর পুলিশ অনেক দিন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। গ্রেপ্তার এড়াতে কার্যালয়মুখী হননি দলের নেতাকর্মীরা।

অন্যদিকে ৭১ দিন বন্ধ থাকার পর ৮ জানুয়ারি বিএনপির গুলশানের কার্যালয় খুলে দেয় দলটি। সেখানে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির নেতারা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: