শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

প্যারিসে রেল স্টেশনে ছুরিকাঘাতে আহত ৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের গের দে লিয়ন রেল স্টেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিন জন। স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালের দিকে সংগঠিত এ ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের

তবে এই হামলাকে জঙ্গিবাদ বলে মানছে না প্যারিসের আইনশৃঙ্খলা বাহিনী। প্যারিস পুলিশের প্রধান লাউরেন্ট নুনেস বলেন, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা তার কাছে এমন কিছু ওষুধ পেয়েছি তাতে স্পষ্ট তার চিকিৎসা চলছে। পুলিশ বলছে, হামলার শিকার তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন নিজের পরিচয়পত্র হিসেবে ইতালির একটি ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছেন। তবে, দেশটির গণমাধ্যম বলছে, আফ্রিকার দেশ মালির নাগরিক ওই ব্যক্তি। বৈধভাবে ফ্রান্সে এসেছেন তিনি। ছুরি ও হাতুড়ি দিয়ে পর্যকটকদের ওপর হামলা চালিয়েছে তারা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: