শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

পণবন্দিদের মুক্তিতে হামাসের ওপর চাপ বৃদ্ধির আহ্বান ইসরায়েলের

হামাসের কাছে থাকা পণবন্দিদের মুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির ওপর চাপ প্রয়োগের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ। সোমবার (১১ মার্চ) এই দাবি জানান তিনি। খবর রয়টার্সের।

গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় হামাস। এ সময় তারা যৌন নিপীড়ন করেছে এমন প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। সেই প্রতিবেদন নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য। সেই আলোচনায় অংশ নিয়ে এই দাবি করেন কার্টজ।

নিরাপত্তা পরিষদকে কার্টজ বলেন, ‘মুসলমানদের নাম ব্যবহার করে এই বর্বররা (হামাস) যে যৌন নিপীড়ন চালিয়েছে তার নিন্দা করতে আমরা বলছি।’ তিনি অনুরোধ করে বলেন, ‘পণবন্দিদের নিঃশর্ত মুক্তির জন্য তাদের ওপর যতটা সম্ভব চাপ দেওয়া উচিত।’

হামাসের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই গোষ্ঠীটি আল-কায়েদা, আইএসআইএস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের থেকেও খারাপ।’

একই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। নিরাপত্তা পরিষদের সদস্যদের নিন্দা জানানোর আহ্বান জানান তিনি। নিরাপত্তা পরিষদে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘৭ অক্টোবরে কি হয়েছিল তা নিয়ে কারও দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। আমাদের সামনে যেসব প্রমাণ রয়েছে সেগুলো জঘন্য ও ধ্বংসাত্মক। এখন, একমাত্র প্রশ্ন হল, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব। নাকি আমরা চুপ থাকবো।’

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজাকে বসবাসের অযোগ্য করে আমাদের জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: