শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

জামালপুরে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশে চাকরি হলো ৫৮ জনের

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : ‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে জামালপুর জেলায় পুলিশ বাহিনীতে শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৫৮ জনের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৩ই মার্চ) বিকেল ৫ টায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, জামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৫৮ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ৩ হাজার জন প্রার্থী শারীরিক মাপ, সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান। যাচাই শেষে ৫৪৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ১৮৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪৯ জন ছেলে ও ৯ জন মেয়েসহ মোট ৫৮ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে জামালপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷

এসময় জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম জানান, নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে তারা তাদের মেধা ও যোগ্যতা প্রমান করেই কিন্তু চাকরি পেয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, আজকে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের ফিজিক্যাল টেস্ট, ভেরিফিকেশন এবং নির্দিষ্ট সময়ের ট্রেনিং শেষ করে বের হলেই বাংলাদেশ পুলিশের গর্বিত বাহিনীতে তারা যোগ দিবেন।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক (সদর সার্কেল), নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ, প্রার্থী ও তাদের অভিভাববৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চুড়ান্ত ফলাফল ঘোষনার পরে পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ সকলকে ফুলের শুভেচ্ছা ও অভিভাবকদের অভিনন্দন জানায়। এসময় পুলিশ লাইনে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনন্দে অনেক অভিভাবক কেঁদে ফেলেন। তারা বলেন, টাকা, ঘুষ ছাড়া আমার সন্তানের চাকরী হয়েছে এর থেকে আনন্দের কি হতে পারে তাই কাঁদছি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: