শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

পাকিস্তানের কোচ হতে ওয়াটসনকে বড় অঙ্কের প্রস্তাব

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই খালি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদ। বিশ্বকাপ ব্যর্থতার ফলে বরখাস্ত করা হয় তৎকালীন কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে। তার বদলে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কদিন আগে তাকেও সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন কোচের সন্ধানে আছে পিসিবি। শোনা যাচ্ছে, শেন ওয়াটসনকে প্রস্তাব দিয়েছে তারা। এমনটিই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। সাবেক অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটারকে প্রধান কোচ করতে মোটা অঙ্কের প্রস্তাব তৈরি করেছে পিসিবি।

ক্রিকেট পাকিস্তান আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ওয়াটসনকে বার্ষিক দুই মিলিয়ন মার্কিন ডলার বেতনের প্রস্তাব দেবে পাকিস্তান। তবে, কত বছরের চুক্তি সেটি এখনও জানা যায়নি।

৪২ বছর বয়সী ওয়াটসন এখন পর্যন্ত কোনো জাতীয় দলকে কোচিং করাননি। তবে, কোচিংয়ের অভিজ্ঞতা যে তার একেবারেই নেই, এমনটা নয়। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটরসের দায়িত্বে আছেন তিনি। সব ঠিক থাকলে যদি পাকিস্তানের কোচ হন ওয়াটসন, তাহলে তিনিই হবেন দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি কোচ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: