শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে উন্মুক্ত পদ্ধতিতে ভাতা নির্বাচন কার্যক্রম

ফয়সাল কবির : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১১২ টি উপজেলায় শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা অন্তর্ভূক্ত আছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ্য মহিলা ভাতা উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ২৫ আগস্ট দিনব্যাপী শাকচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ভাতার কার্যক্রম যাচাই-বাচাই অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তাফাজ্জল হোসেন চৌধুরী, ইউপি সচিব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী জনাব মোঃ মনোয়ার হোসেন সহ ইউপি সদস্যবৃন্দ।

প্রথম দিনে ১,২,৩ নং ওয়ার্ডের কার্ডগুলো সংগ্রহ করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: