বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়ন, অর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
তিনি আজ বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সরিষাবাড়ির নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
এ সময় তিনি দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও সচেতন থেকে তা নস্যাত করে দিতে সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।