শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

ক্রেমলিন বেলারুশকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি প্রত্যাখ্যান করল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : বেলারুশকে পর্যায়ক্রমে রাশিয়া নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেবে বলে কোনো কোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তাকে ‘পুরোপুরি উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।
রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার মস্কোয় বলেছেন, বেলারুশকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর আসন্ন মস্কো সফরেও এ বিষয়ে কোনো কথা হবে না।

পেসকভ আরো বলেন, বেলারুশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লুকাশেঙ্কোর আসন্ন মস্কো সফর অনুষ্ঠিত হবে কারণ এই দুই দেশের মধ্যে চমৎকার ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।

গত ৯ আগস্ট বেলারুশে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পুনর্নির্বাচিত হন। কিন্তু বিরোধী দলগুলো এ ফলাফল মেনে নেয়নি।তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের নির্বাচনের ফল মেনে নিয়ে লুকুাশেঙ্কোর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

অন্যদিকে বেলারুশের বিরোধীদলীয় নেতা আসুতকালা নিখাতুসকায়াকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ লিথুনিয়া । এছাড়া, লিথুনিয়া ও এস্তোনিয়া বেলারুশের প্রেসিডেন্টকে তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ওই দুই দেশের পক্ষে থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়া ক্রিমিয়া প্রজাতন্ত্রের মতো বেলারুশকেও নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: