রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক : নাটোরের লালপুরে গাছের আমড়া পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে বড় ভাই দুলাল আলমের ইটের আঘাতে ছোট ভাই নিজাম উদ্দিন (৪০) এর মৃত্যু হয়েছে। মৃত নিজাম লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাশেমপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দুলাল ও নিজামের মধ্যে জমির আমড়া গাছ নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আমড়া পাড়া নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।
পরবর্তীতে নিজাম কাশেমপুর বাজারে এলে বড় ভাই দুলাল পেছন থেকে ইট দিয়ে ঘাড়সহ মাথার পেছন অংশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিজাম মারা যায়। বাজারের লোকজন দুলালকে আটকে রেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নিজামের লাশ উদ্ধার করে দুলালকে আটক করে পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত নিজাম উদ্দিনের লাশ উদ্ধার করে দুলালকে আটক করে থানায় আনা হয়েছে।