বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

জনতার ধাওয়ায় ছিনতাইকারী আটক

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :: সোনাইমুড়ীতে জনতা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশ হাতে দিয়েছে। বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার দেওটি ইউপির নান্দিয়াপাড়া কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরহাদ সুবর্ণচর মধ্য বাগ্যা গ্রামের সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, অটো রিক্সা চালক আকবর লক্ষ্মীপুর থেকে এসে মুহুরীগঞ্জ বাজারে রিক্সা চালায়। ছিনতাইকারী চক্রের ৩ সদস্য ফরহাদ (২০) ফয়সাল(১৯) ও শাকিল (২০) যাত্রীবেশে জয়াগ বাজার হইতে নান্দিয়া পাড়া বাজারের উত্তর পাশে কলেজ গেইটে এসে রিক্সা চালককে বেদম মারধর করে রিক্সাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এসময় রিক্সা চালক আকবরের চিৎকার শুরু করলে স্থানীয় জনতা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দিলে ২জন পালিয়ে গেলেও ফরহাদকে জনতা আটক করে পুলিশে খবর দেয়।

থানা পুলিশ রাত ১০টার দিকে ছিনতাইকারী ফরহাদকে থানায় নিয়ে আসে। পালিয়ে যাাওয়া অপর ২ ছিনতাইকারী ফয়সাল ও শাকিল সুবর্ণচর উপজেলার মধ্য বাগ্যা এলাকার। সোনাইমুড়ী থানার উপপরিদর্শক বিমল জানান, আটককৃত ফরহাদ ও পালিয়ে যাওয়া ২ আসামী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পলাতকদের আটকের চেষ্টা চলছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: