বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সুবর্ণচরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস কর্মসূচি শুরু

নোয়াখালী প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নোয়াখালীর সুবর্ণচরে ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস কর্মসূচি শুরু হয়েছে।

সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে উপজেলার চরআমানউল্যাহ ইউনিয়নের সাতাইশ দ্রোণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রকৌশলী আবদুররব বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুবর্ণচর উপজেলার এলজিইডি আওয়তায় বিভিন্ন ইউনিয়ন থেকে ২০জন মহিলা কর্মীর মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ আজ থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম অব্যহৃত থাকবে।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুর রউফ মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রমুখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: