মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

ট্রাম্পের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ

যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তোলা প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির পথে পথে সমাবেশ করেছে হাজার হাজার সমর্থক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পতাকা বহনকারী বিক্ষোভকারীদের সঙ্গে ‘প্রাউড বয়েস’সহ দেশটির উগ্র ডানপন্থি দলের সদস্যদের দেখা গেছে, যাদের অনেকে হেলমেট ও বুলেট প্রুপ আচ্ছাদন পরিহিত ছিলেন। তবে বিক্ষোভকারীদের মধ্যে উগ্র ডানপন্থীদের দেখা গেলেও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প গলফ কোর্সে যাওয়ার সময় সমর্থকরা তার গাড়িবহরকে ঘিরে ধরে। তবে সমর্থকদের কাটিয়ে গলফ কোর্সে চলে যান প্রেসিডেন্ট ট্রাম্প।

গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়া বাইডেন এরই মধ্যে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

সমর্থকদের কাটিয়ে গলফ কোর্সের দিকে যেতে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে – বিবিসি

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জো বাইডেনের বিজয়কে এখনও স্বীকার করেননি। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন, যদিও তার কোনো প্রচেষ্টাই এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা স্থানীয় সময় শনিবার দুপুরে হোয়াইট হাউসের ঠিক পূর্ব দিকে ফ্রিডম প্লাজার কাছে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে তারা সুপ্রিম কোর্টের দিকে এগোতে শুরু করেন।

তারা বিক্ষোভকে তারা বলছেন ‘মিলিয়ন মাগা মার্চ’। মাগা (MAGA) বলতে বিক্ষোভকারীরা ট্রাম্পের স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-কে বোঝাচ্ছেন। ট্রাম্প এবং রাজধানী ওয়াশিংটন ডিসি ‘ছিনিয়ে নেওয়া’ বন্ধের জন্যই তাদের এই ‘পদযাত্রা’ বলে জানান বিক্ষোভকারীরা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: