শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

রোজায় ক্লিয়ারিং হাউস চালুর নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে সাধারণ ছুটির সময়ও বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। এতে রমজান মাসে বিএসিএইচ চালুর নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন নির্দেশনা বলা হয়েছে, রমজান মাসে ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক বেলা ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকাল ৩টার মধ্যে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলিতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

সার্কুলারে আরো বলা হয়েছে, নভেল করোনা ভাইরাসের প্রেক্ষিতে সাধারণ ছুটি থাকাকালীন গত ২ ও ৬ এপ্রিল প্রদত্ত সমসয়সূচি অনুসারে বিএসিএইচ এর কার্যক্রম পরিচালিত হবে। আর রমজান মাসের পর আগের প্রচলিত সময়ে বিএসিএইচ কার্যক্রম পরিচালিত হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: