বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২৬-২৭ জুলাই নোয়াখালীতে উদ্যোক্তা তৈরিতে যুব সমাজ-স্থানীয়দের মতামত বিষয়ক কর্মশালা সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ প্রস্তাবিত বাজেট গণস্বার্থবিরোধী – বাম মোর্চা গ্রামের মানুষ যদি অর্থনৈতিক ভাবে ভাল হয় তাহলে দেশের অর্থনীতিও ভাল হয়–রেলপথ মন্ত্রী শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না: প্রধানমন্ত্রী বাজেট প্রত্যাখ্যান করে বাসদ এর বিক্ষোভ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লড়াই শুরু আজ

নিউজ ডেস্ক :: করোনার কারণে থমকে যেতে বসেছে দেশের ক্রিকেট। এমতাবস্থায় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যেখানে প্রথম দিনেই মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও মোহাম্মদ আশরাফুলের মিনিস্টার গ্রুপ রাজশাহীর লড়াই দেখবে দেশের ক্রিকেট প্রেমিরা।

পাঁচ দলের এই টুর্নামেন্টের সূচি আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচী অনুযায়ী, মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিটে বেক্সিমকো ঢাকার বিপক্ষে লড়াইয়ে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ডাবল লিগ পদ্ধতির এ টি-টোয়েন্টি কাপে ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ হলেও মাঝে থাকছে একদিন করে বিরতি।

সূচী অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের খেলা। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে ১৯ ডিসেম্বর।

এদিকে, প্রাপ্ত সূচী থেকে জানা গেছে, শুক্রবার বাদে অন্যান্য দিনে প্রথম খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আর শুক্রবার দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা ২টায় এবং দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এআই/এসএ/

নিউজটি শেয়ার করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: