বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক :: রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এর আগের ৪০.৯৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে গতকাল ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করে।

বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানি ব্যয় হ্রাস এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো অব্যাহতভাবে মার্কিন ডলার ক্রয় করায় এটি বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে।
এএইচ/এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: