রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

মতলব উত্তরে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি হাইস্কুলের নব নির্মিত ভবন উদ্বোধন

(চাঁদপুর) প্রতিনিধি ::‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি হাইস্কুলের নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফ্রেয়ারী) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমিয়াপুর ডাক্তার কমল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেন চাঁদপুর -২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষার উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করছে। তিনি আরও বলেন, মতলবের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাই মতলবের শান্ত পরিবেশকে কেউ অশান্তি করার চেষ্টা করলে কাইকে ছাড় দেওয়া হবে না।

নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রিয়াজুর হাসান রিয়াজ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, বিমানবন্দর থানা তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ভূ্ঁইয়া, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক প্রমুখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: