শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিবালয়ে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ইউএনও, ওসি, স্বাস্থ্য কর্মকর্তা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জে শিবালয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ৮ এপ্রিল সকাল ১১টার দিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
৮ এপ্রিল ২০২১ মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন, শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির, ও শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবালসহ স্বাস্থ্য ও শিবালয় উপজেলা প্রশাসন, শিবালয় থানা, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবাল বলেন, দ্বিতীয় ডোজ টিকার পাশাপাশি প্রথম ডোজ টিকাও দেওয়া হচ্ছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন জানান করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তার সাথে সকলকে মাস্ক পরিধান করার অনুরোধ জানান। শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির বলেন সরকারি সকল নির্দেশনা সকলকে মেনে চলার কথা বলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: