সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

ফেক আইডিতে অতিষ্ট আমিন খান, থানায় জিডি

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার সুদর্শন অভিনেতা আমিন খান। ফেসবুকে বেশ সরব তিনি। আইডির পাশাপাশি তার একটি পেজও রয়েছে। কিন্তু এর বাইরেও তার নামে অসংখ্য ভুয়া আইডি ও পেজ দেখা যায়। এসব আইডি নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা। বাধ্য হয়ে থানায় জিডি করেছেন তিনি।

আমিন খান বলেন, ‘আমার নামে অনেকগুলো পেজ ও আইডি রয়েছে। কয়েকটা ফেক আইডি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সাইবার সিকিউরিটি টিমকে আমি এরই মধ্যে অভিযোগ জানিয়েছি। উত্তরা পশ্চিম থানায় এই বিষয় নিয়ে একটি জিডি করেছি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আগেও রিপোর্ট করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আজও একটি ফেক আইডি থেকে একটি বাজে স্ট্যাটাস দেয়া হয়েছে। এমন ঘটনা প্রায়ই ঘটে, এতে ভক্তদের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়।’

আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তার নামে খোলা একটি ফেক আইডির স্ক্রিনশট শেয়ার করে আমিন খান লিখেছেন, ‘এটা একটা ফেক আইডি, যেখান থেকে কিছু খারাপ লোক উল্টাপাল্টা কথা লিখেছে। তারা আমার ও অনেক ভালো মানুষের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এমনটা করেছে। প্লিজ প্লিজ প্লিজ আইডিটাতে রিপোর্ট করুন।‘


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: