বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন

করোনায় আরও ৮৩ জনের মৃত‌্যু, শনাক্ত ২৬৯৭

করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১০ হাজার ৯৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৬ লাখ ৫৩ হাজার ১৫১ বাংলাদেশি।

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়েছিল করোনায়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: