বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে ট্রাক-অটোরিক্সা সংর্ঘষে নিহত ২, আহত-৪

 আব্দুর রাজ্জাক বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংর্ঘষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় বগুড়া-ঢাকা মহাসড়ক সংলগ্ন উপজেলার মির্জাপুরের কাছে যমুনা পাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নীলা খাতুন(৩৫) শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী। ও অর্পিতা সাহা (২০) ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে। জানাগেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক দুর্ঘটনাস্থলে বিপরীতমুখি একটি সিএনজি চালিত অটোকিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় অর্পিতা সাহা মারা যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন ইসলাম বলেন,দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: