বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন থেকে ভারতীয় তরল মেডিকেল নেয়া হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে

সিরাজগঞ্জ প্রতিনিধি :: দ্বিতীয় দফায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আসা ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন থেকে ভারতীয় তরল মেডিকেল অক্সিজেন খালাস করা হচ্ছে। আমদানিকৃত এই অক্সিজেন খালাস শেষে সড়ক পথে নেয়া হচ্ছে নারায়নগঞ্জের রুপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে।

বুধবার বেলা সোয়া দশটার দিকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌছার সোয়া এক ঘন্টা পর বেলা সাড়ে এগারটার দিকে খালাস শুরু হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন জানান, দ্বিতীয় দফায় করোনা মোকাবেলায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা আরো ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বুধবার (২৮ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌছেছে। এবারো ১০টি কনটেইনারে আনা হয়েছে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। সোয়া এক ঘন্টা পর সড়কপথে নারায়নগঞ্জের রুপগঞ্জে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেবার জন্য লিন্ডা বাংলাদেশ লিমিটেডের অক্সিজেনবাহি ট্যাংকারে খালাস শুরু হয়।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) ভারতের সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি বেনাপোল পৌঁছায়। রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। এখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।

উল্লেখ্য, প্রথম দফায় গত রবিবার (২৫ জুলাই) ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। ঠিকাদারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশে সরকারি সহায়তায় করোনা মোকাবেলায় ভারত থেকে এই অক্সিজেন আমদানি করছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: