শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

ওবায়দুল কাদের বললেন : প্রস্তুতি থাকায় আম্পানে ক্ষয়ক্ষতি, প্রাণহানি কম হয়েছে

 নিউজ ডেস্ক : সরকারের পূর্বপ্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেক কম হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সেতুমন্ত্রী।

ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিও মোকাবিলা করছে। তাদের দুটো চ্যালেঞ্জ অতিক্রমে পাশে দাঁড়াতে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। আল্লার অশেষ রহমতে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে মানুষের দোয়া এবং শেখ হাসিনা সরকারের পূর্বপ্রস্তুতি আমাদেরকে ঘূর্ণিঝড় হতে অল্প ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে উত্তরণ ঘটিয়েছে। এর পাশাপাশি সুন্দরবন সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছে।

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, পানিবন্দি মানুষের সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সামাজিক দূরত্ব না মেনে অনেকেই জেনেশুনে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কিছু দিন ধরে আমাদের অসাবধানতা-অসচেতনতার জন্য করোনার সংক্রমণ ও মুত্যুর হার বেড়ে চলছে। যারা সামাজিক দূরত্ব মেনে চলছেন না, অহেতুক যেখানে সেখানে সমাগম করছেন তারা জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: