বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ

নিউজ ডেস্ক :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য বুধবার দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে। এ সংক্রান্ত একটি ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে এ সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পূজার দিন জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস।

উল্লেখ্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১৯১৩ সালের কোম্পানি আইনে নিবন্ধিত ও বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক বাণিজ্য সংগঠন। ১৯৮৪ সালের ২৮ জুলাই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

সংগঠনটি এফবিসিসিআইয়ের প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন সক্রিয় সদস্য। বায়তুল মোকাররম মার্কেটে এর প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে বাজুসের প্রায় ১৮ হাজার সদস্য রয়েছে।

এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: