শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই কিশোর

ঠাকুরগাঁও প্রতিনিধি : আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের দুই কিশোর। শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই কিশোর হলেন- মোঃ রায়িম ইসলাম, (১৭) সৌরভ ইসলাম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলায় গড়েয়া এলাকায় বলে প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন জানিয়েছেন।

তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। স্থানীয়রা ইতোমধ্যে উদ্ধার চেষ্টা চালাচ্ছে। বন্ধুদের সাথে নদীতে গোসল করতে এসে তারা নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজমুল হক জানান, ডুবুরীদের মুঠোফোনে খবর দেয়া হয়েছে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে তারা এসে উপস্থিত হবেন। তাছাড়া আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরীরা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: