সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের নতুন সুযোগ

নিউজ ডেস্ক :: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে শিক্ষার্থীদের নতুন সুযোগ দিয়েছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখন থেকে দুই হাজার টাকা ফি দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সম্প্রতি করোনা মহামারির কারণে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার ফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি বছরের রোববার (৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২ হাজার টাকা ফি পরিশোধ করে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ থাকবে। পুনঃনিরীক্ষণের ফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। বলা হয়েছে, পুনঃনিরীক্ষণ শেষে আবেদনকারীর ফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: