সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ রউফ সরকার শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী পালন বাবুর শপথ – মোবারক হোসেন দেলোয়ার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-৫, আহত-১৫ বিদেশি ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধে ছুড়িআঘাতে যুবক নিহত, গ্রেফতার-২ নোয়াখালী সুবর্ণচরে গাভীর সিজারিয়ান অপারেশন নোয়াখালী সদরে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা বাঘা উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র দাখিল

কেরোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধি প্রতিবাদে ঐক্য ন্যাপ এর সমাবেশ

প্রেস বিজ্ঞাপ্ত :: ঐক্য ন্যাপের উদ্যোগে অদ্য ৮ অক্টোবর, বিকাল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সম্মুখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমঊর্ধ্বগতি, কেরোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধিও নাটকীয়তায় বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি, দূর্গাপূজা উপলক্ষে সারাদেশের কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী-চট্টগ্রাম-রংপুর-সহ অনেক জেলায় উগ্রধর্মব্যবসায়ী গোষ্ঠী কতৃক নজীরবিহীন মন্দির-মন্ডপ ধ্বংস, ধর্মীয় ও জাতীয় সংখ্যালঘুদের হত্যা-নির্যাতন, বাড়ীঘর, দোকানপাট লুট, অগ্নিসংযোগের ঘটনা যা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশকে কলঙ্কিত করেছে এবং নারী-কিশোরী-শিশু ধর্ষণ-নির্যাতন, নারী-শিশু পাচার বাল্য বিবাহের ঘটনাবৃদ্ধি প্রতিবাদে দেশব্যপী ‘দাবী দিবস’ পালন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঐক্য ন্যাপ সভাপতি প্রবীণ জননেতা পঙ্কজ ভট্টাচার্য। মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক।

বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ প্রেসিডিয়াম সদস্য- এ্যাডভোকেট এস এম এ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু, অলিজা হাসান, যুগ্মসাধারণ সম্পাদক- হারুনার রশিদ ভুঁইয়া, কৃষক নেতা সামসুল আলম জুলফিকার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ঐক্য ন্যাপ ইঞ্জিনিয়ার সাহাবউদ্দিন আহমেদ সহ মোজাম্মেল হক, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, – সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক, সানোয়ার হোসেন সামছি, রবিদাশ ফোরামের চাঁন মোহন দাশ প্রমুখ।
সভাপতির বক্তৃতায় পঙ্কজ ভট্টাচার্য বলেন, “বৃটিশ আমলে শুনিনি, পাকিস্তান আমলে দেখিনি, বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে দেখতে হলো নজীরবিহীন বিভিন্ন জেলায় দূর্গাপূজার মন্ডপ-মন্দির ধ্বংস, সংখ্যালঘু জনপদ ব্যবসাকেন্দ্র লুট-ধ্বংস, হত্যা নির্যাতনের কলঙ্কিত ঘটনা। জামাত হেফাজতের দীর্ঘকাল যাবত পরিচালিত সাম্প্রদায়িক সহিংসতা প্রতিবিধানের পরিবর্তে এক্ষেত্রে প্রধান দু’দলের পারস্পরিক দোষারোপের রাজনীতি, পররাষ্ট্রমন্ত্রীর অস্বীকৃতি কুটনীতি, বিচারহীনতার সংস্কৃতি দেশ-দুনিয়া প্রত্যক্ষ করলো।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, “অব্যাহত নিত্যপন্যের ক্রমমূল্যবৃদ্ধির পাগলা ঘোড়া থামাও, মূল্যবৃদ্ধির সাঁড়াশী আক্রমনে যখন জনগণ দিশেহারা তখন সরকারীভাবে গ্যাসের শতকরা ১৫ ভাগ মূল্যবৃদ্ধির তোঘলকী ঘোষণা তেল, বিদ্যুৎ, কেরোসিন, ডিজেল-সহ সকল উৎপাদিত পণ্য ও সেবার আরেক দফা মূল্যবৃদ্ধি অনিবার্য করে তুলবে। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অসমর্থ- যা বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “করোনাকালে ধর্ষণ সহ নারী নির্যাতন, বাল্য বিবাহ, নারী-কিশোরী-শিশু পাচার সর্বকালের রেকর্ড ভঙ্গঁ করেছে যা গভীর উদ্বেগজনক।”


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: