শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

প্রবাস ডেস্ক :: মালয়েশিয়ায় প্রায় চার কেজি গাঁজা পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি শিক্ষার্থী সাজা থেকে রেহাই পেয়েছেন। তিনি দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

চার বছর আগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা মোহাম্মদ হাবিবুল হাসান খান নামের ওই শিক্ষার্থীর আপিলের নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির শীর্ষ আদালত এ রায় দিয়েছেন।

২০১৭ সালের ১০ ডিসেম্বর তিন কেজি ৮৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন হাবিবুল। ২০১৯ সালের ১০ এপ্রিল তাকে মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

আজ দাতুক হানিপাহ ফারিকুল্লাহর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ে বলেন, হাবিবুলের আপিলের যোগ্যতা ছিল এবং প্রসিকিউশন মামলায় জ্ঞাত উপাদান প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: