সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

হাতিয়ায় যাকাত ফান্ড বিষয়ক সেমিনার

নোয়াখালী প্রতিনিধি :: হাতিয়ায় ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ আদায়ের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্ভুদ্ব করন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জনাব,টি,এইচ,এম বিল্লাহ ই-ফা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুৃল কাদের মোছলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মোঃ মানছুরুল হক, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন, ই-ফা মোঃ আমির হামজা প্রমূখ।

সভায় বক্তারা যাকাতের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনায় বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাতের টাকা জমা দেয়ার জন্য উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা করেন। এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন ফিতরার হার জনপ্রতি সর্বনিন্ম ৭৫টাকা ও সর্বোচ্চ ২৩১০ নির্ধারণ করা হয়েছে, । সভায় সমাজে বাল্য বিবাহ,বহু বিবাহ, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক নিরোধ বিষয়ে ইমাম খতিবদের মসজিদে আলোচনা করার জন্য পরামর্শ দেয়া হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: