শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জেল হত‍্যা দিবস পালিত হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :: বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক জাতীয় চার নেতা হত‍্যাকে কেন্দ্র করে জেল হত‍্যা দিবস পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র‍্যালি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুরালে পুষ্পমাল্য অর্পণ সহ বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিউল আলম, সভাপতি, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, হাফিজা বেগম কাকুলি, আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মন্জুরুল হক প্রামানিক বকুল, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান লিটু, যুবলীগ নেতা সামিউল ইসলাম সামু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুজ্জান তুহিন, রুহুল আমিন হিরু, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীল ,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন, যুন্ম আহবায়ক, সুমন মিয়া, আসাদুজ্জামান নুর মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংসগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে বিভিন্ন দেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবী জানান। এর আগে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: